তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সাচিয়াদাহ ইউনিয়নের ইন্দুাহটি এলাকায় কে এই বোলান কাজী? তার খুঁটির জোর কোথায়? উপজেলার ইন্দুহাটি, পাতলা, কড়রিয়া, কামারোল সহ বিভিন্ন এলাকার হিন্দু সম্প্রদায়ের সাধারন মানুষ তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড সহ নানাবিধ কর্মকান্ডের অভিযোগ করে আসছে। কিন্তু ঐসব এলাকার সনাতন ধর্মালম্বী মানুষদের জিম্মি করে একের পর এক বহাল তবিয়াতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। কোন ক্ষমতার বলে এসব অপকর্ম চালাচ্ছে এ প্রশ্ন জনমনে। অনেকের ধারনা বোলান কাজীর প্রভাবশালী মাফিয়া চক্রের সাথে সখ্যতা রয়েছে। জানা যায়, উপজেলার ইন্দুহাটি গ্রামে মৃত মতলেব কাজীর পূত্র বোলান কাজী ইন্দুহাটি, পাতলা, কড়রিয়া,কামারোল সহ বিভিন্ন এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকদের উপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালিয়ে আসছে। ঐসব এলাকায় সনাতন ধর্মালম্বীদের প্রতিনিয়ত চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে জিম্মি করে রেখেছে এবং ভয় ভীতি দেখিয়ে নানা ধরনের অপরাধ সংঘটিত বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে আসছে। তার অত্যাচারে আতঙ্কে থাকে হিন্দু সম্প্রদায়ের নারী-পুরুষ সহ শ্রেণিপেশার লোকজন। সদ্য শেষ হওয়া শারদীয় দুর্গা পুজায় হিন্দু সম্প্রদায়ের এক যুবতীকে প্রকাশ্যে মুখ চেপে ধরে শরীরের বিভিন্ন স্পর্শকাতর স্থানে হাত দেওয়া সহ গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় গত ২০ আগস্ট তেরখাদা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত-২০০৩) এর ১০/৩০ তৎসহ ৩৭৯ পেনাল কোডে মামলা হয়েছে। কিন্তু ঘটনার ১২ দিন অতিবাহিত হলেও রহস্যজনক কারণে পুলিশ তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে। ইন্দুহাটি এলাকায় মাঝি সম্প্রদায়ের হিন্দু লোকদের উপর অত্যাচারের কারনে বহু অপকর্মের হোতা বোলান কাজীর বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টে ৬ মাসের কারাদন্ড প্রদান করেছিলেন। বোলান কাজীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ থাকা সত্বেও প্রশাসন নির্বিচার ভূমিকা পালন করে চলছে। এলাকাবাসী প্রশ্ন তুলেছে বোলান কাজীর খুঁটির জোর কোথায়? তারা বোলান কাজীর অত্যাচার থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্দ্ধতন মহলে হস্তক্ষেপ কামনা করেছে।
Friday, November 2, 2018
তেরখাদার ইন্দুহাটি এলাকায় কে এই বোলান কাজী? খুঁটির জোর কোথায়?
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
হিন্দুদের উপর অত্যাচার তো আর নতুন কিছু না আর এর কোন বিচারও হবেনা এই দেশে
ReplyDelete