নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, খুলনা মহানগরীর উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রী ইতোমধ্যে প্রায় ১৫’শ কোটি টাকা অর্থ বরাদ্দ দিয়েছেন। আগামী ৫ বছরে মহানগরী এলাকায় উন্নয়নে আরো অর্থ বরাদ্দ পাওয়া যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে এ জন্য বর্তমান সরকারের ধারাবাহিকতা দরকার।
সিটি মেয়র গতকাল বৃহস্পতিবার বিকেলে নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে কেসিসি’র ঠিকাদারদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। কেসিসি ঠিকাদার কল্যাণ সমিতি এ মতবিনিময় সভার আয়োজন করে।
সিটি মেয়র ঠিকাদারদের উদ্দেশ্য করে বলেন, নগরীর প্রতিটি উন্নয়ন কাজ সিডিউল মোতাবেক সম্পন্ন করতে হবে। তিনি উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, কাজের মান শতভাগ মানসম্মত না হলে সংশ্লিষ্ট ঠিকাদারসহ কর্মকর্তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) পলাশ কান্তি বালা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. নাজমুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. আব্দুল আজিজ, লিয়াকত আলী খান, মশিউজ্জামান খান, জাহিদ হোসেন শেখ, সহকারী প্রকৌশলী শেখ মোহাম্মদ হোসেন, শেখ মো. মাসুদ করিম, ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি শেখ মনি খোকন, সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, ঠিকাদার আলহাজ্ব আশরাফ আলী হাওলাদার, সেবিনার হোসেন বাবু, হাজী মো. সেলিম, মো. আবু সুফিয়ান, মো. হানিফ হাওলাদার, মো. জাফর দেওয়ান, মো. আব্দুল কাদির, মো. রিপন, মো. নজরুল ইসলাম মাতব্বর, মো. আব্দুল মালেক, মো. জাহিদুর খলিফা, সরদার জাকির হোসেন, মো. তাজুল ইসলাম, মো. মাসুদ তালুকদার, মো. তুফান, রেহানা গাজী প্রমুখ বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন।
No comments:
Post a Comment