নিজস্ব প্রতিবেদক : র্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী, মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল ৫ নভেম্বর বেলা পৌনে ১টায় ফুলতলা থানাধীন ফুলতলা বাজারে অবস্থানকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে , রূপসা থানাধীন উত্তর জাবুশাহ গ্রামস্থ সোহরাব আলীর বসত ঘরের সামনে কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য কেনা-বেচা করছে। এইরুপ সংবাদের ভিত্তিতে র্যাব-৬, খুলনা এর একটি চৌকস আভিযানিক দল মেজর মোঃ শামীম সরকার, কোম্পানী কমান্ডার, এবং সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল কবীর তরফদার স্কোয়াড কমান্ডার (সিপিসি-স্পেশাল কোম্পানী) র্যাব-৬, খুলনা এর নেতৃত্বে ওই দিন বেলা দেড়টায় উক্ত স্থানে অভিযান পরিচালনা করে ১২ গ্রাম হেরোইনসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, পশ্চিম রূপসাস্থ আবুবকর মসজিদের পাশের বাসিন্দা মোঃ মিন্টু শেখ শেখ এর স্ত্রী শিল্পী বেগম (৪২) ও মৃত শমসের আলীর পুত্র মোঃ সোহরাব হোসেন (৪৫)।
উল্লেখ্য যে, বর্ণিত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ খুলনা জেলার রুপসা থানাসহ খুলনা মহানগরের বিভিন্ন স্থানে মাদক ব্যবসা চালিয়ে আসছে। তারা এলাকায় মাদক ব্যবসার সক্রিয় সদস্য বলে স্থানীয়দের নিকট হতে জানা যায়।
No comments:
Post a Comment