ঢাকা অফিস : জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সোমবার দুপুরে রাজধানীর মতিঝিলে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
এ সময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাকসুর প্রাক্তন ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ উপস্থিত ছিলেন।
গত ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশ হয়। যেখানে বিএনপি, গণফোরাম, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও নাগরিক ঐক্য একই প্লাটফর্মে জোটবদ্ধ হয়েছে। এই চারটি দল ছাড়াও জোটে সুশীল সমাজের অনেক প্রতিনিধি রয়েছেন।
No comments:
Post a Comment