Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, November 29, 2018

সারা দেশে ৩০৫৬টি মনোনয়নপত্র দাখিল

ঢাকা অফিস : সারা দেশে রিটার্নিং কর্মকর্তাদের কাছে ৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। বুধবার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ এ তথ্য জানিয়েছেন।
ইসি সচিব জানান, রংপুর বিভাগে ৩৬১, রাজশাহী বিভাগে ৩৫৩, খুলনা বিভাগে ৩৫১, বরিশালে ১৮২, ময়মনসিংহ বিভাগে ২৩৬, সিলেট বিভাগে ১৭৭, ঢাকা বিভাগে ৭০৮, চট্টগ্রাম বিভাগে ৬৮৮টি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।

অনলাইনে মোট ৩৯টি মনোনয়নপত্র জমা পড়েছিল। এর মধ্যে পূর্ণাঙ্গভাবে ফরম পূরণ করেছে ২৩টি। বাকি ১৬টিতে অপূর্ণাঙ্গ তথ্য রয়েছে। ফলে বাছাইয়ে এগুলো বাদ যাচ্ছে। এবার কোনো আসনে একক প্রার্থী নেই। সবচেয়ে কম প্রার্থী মাগুরা-২ আসনে দুজন। সর্বোচ্চ মনোনয়নপত্র জমা পড়েছে ঢাকা-১৭ আসনে ২৭টি।

৩ হাজার ৫৬টি মনোনয়নপত্র ২ ডিসেম্বর বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তারা। কেউ যদি মনোনয়নপত্র প্রত্যাহার করতে চান, তাদের জন্য ৯ ডিসেম্বর পর্যন্ত সময় থাকছে। প্রার্থিতা প্রত্যাহারের সময় ফুরোনোর শেষে প্রতীক বরাদ্দের পর শুরু হবে প্রচার। প্রচার শেষে আগামী ৩০ ডিসেম্বর ভোটগ্রহণ হবে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে