ঢাকা অফিস : আগামী ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী।রোববার রাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শাহাদাত হোসেন চৌধুরী আরো বলেন, ৮ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
তফসিল ঘোষণার পর নির্বাচনের জন্য কতদিন সময় থাকবে, জানতে চাইলে তিনি বলেন, স্ট্যান্ডার্ড টাইম মেইনটেইন করা হবে। নরমালি যে সময় দেওয়া হয়, সে রকম ৪৫ দিনের কাছাকাছি সময় দেওয়া হবে।
তিনি আরো বলেন, অনলাইনে মনোনয়নপত্র জমা ও ইভিএম বিধিমালা চূড়ান্ত করা হয়েছে। এখন পরবর্তী কার্যক্রমের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
No comments:
Post a Comment