তেরখাদা প্রতিনিধি : “সমবায় ভিত্তিক সমাজ গড়ি টেকসই উন্নয়ন নিশ্চিত করি” প্রদিপাদ্যের বিষয়কে সামনে রেখে উপজেলা প্রশাসন ও সমবায় দপ্তরের আয়োজনে নানা র্কসূচির মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় তেরখাদা উপজেলায় রবিবার ৪৭ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলেক্ষে সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলানায়তনে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে সকাল ১১ টায় সমবায়ীদের এক বর্ণাঢ্য র্যালী উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে “সমবায় ভিত্তিক সমাজ গড়ি, টেকসই উন্নয়ন নিশ্চিত করি” শীর্ষক আলোচনা সভায় তেরখাদা ইউসিসি এলিঃ সভাপতি এস এম সালাহ্উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা চম্পা। উপজেলা সমবায় কর্মকর্তা শংকর চন্দ্র বিশ্বাসের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধার ডেপুটি কমান্ডার চৌধুরী আবুল খায়ের, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাজিয়া আফরিন সিদ্দিকী, সাংবাদিক রাসেল আহমেদ, নূর মোহম্মাদ সিফাত ও সহকারী সমবায় কর্মকর্তা শেখ হাফিজুর রহমান। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, স্বপ্ন সিড়ি ফাউন্ডেশনের সভাপতি শফিকুল ইসলাম, বারাসাত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক রাসেল বিল্লাহ, আর কে সঞ্চয় ও ঋণদান সমিতির সভাপতি মলয় কুমার দাস, শাপলা ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তফা কামাল, মল্লিকপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি ইব্রাহীম মোল্যা, পাতলা আইপিএল সমিতির সভাপতি জীবন বিশ্বাস, আলোর সন্ধানে কৃষি উৎপাদনমুখী সমিতির সভাপতি সেকেন্দার আলী, তেরখাদা বাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির সদস্য মোঃ হাসাইন, বারাসাত গ্রাম উন্নয়ন সমিতির সদস্য ডা. দীন মোহম্মাদ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শ্রেণিপেশার ব্যক্তিবর্গ প্রমুখ। সভায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারাসাত সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লি. কে সর্বাধিক রাজস্ব প্রদানে বিশেষ অবদান ও শ্রেষ্ঠ কর্ম সম্পাদনার জন্য স্বীকৃতি স্বরূপ সমবায় পুরস্কার-২০১৮ প্রদান করেন।
Monday, November 26, 2018
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment