নিজস্ব প্রতিবেদক : নিখোঁজ হওয়ার তিন মাসেও খুলনা কমার্স কলেজের ছাত্র জয়চাঁদ বিশ্বাস (২৪) সন্ধান মেলেনি। তবে তার পিতার করা সাধারণ ডায়রীর সূত্র ধরে অনুসন্ধানে নানা ধরনের তথ্য পাওয়া গেছে। পিতার অভিযোগের সাথে মিলছে না পুলিশের দেওয়া তথ্য। পুলিশ বলছে জয়চাঁদ বিশ্বাস ঢাকায় অবস্থান করছে বলে তদন্তে পাওয়া গেছে। অথচ জয়চাঁদ বিশ্বাস এর পিতা পুলিশের তদন্তে প্রাপ্ত তথ্য অস্বীকার করেছে।
জানা গেছে, দিঘলিয়া থানা এলাকার বাসিন্দা সুখলাল বিশ্বাস গত ২৩ অক্টোবর দিঘলিয়া থানায় সাধারণ ডায়রী করে। যার নং ৯৫০/১৮। ডায়েরীতে বলা হয় তার নিকট আতœীয় নড়াইল জেলার শেতারামপুর থানার বাসিন্দা পঞ্চানন বিশ্বাসের ছেলে উজ্জল বিশ্বাস, তার ছেলে জয়চাঁদ বিশ্বাসকে চাকরীর প্রলোভন দেখিয়ে ৫ মাস আগে ঢাকায় নিয়ে যায়। ঢাকায় যাওয়ার পর দীর্ঘ দুই মাস ছেলের সাথে মোবাইলে (০১৬৮২-৮৪১২৭৩) যোগাযোগও থাকে। পরবর্তীতে গত তিন মাস যাবৎ ছেলের ফোন নম্বর বন্ধ থাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পিতা সুখলাল বিশ্বাস উজ্জল বিশ্বাসের বিরুদ্ধে থানায় ডায়েরী করে। দিঘলিয়া থানার অফিসার্স ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ডায়েরী মোতাবেক তদন্তে জানা গেছে নিখোজ জয়চাঁদ বিশ্বাস ঢাকায় অবস্থান করছে। পিতার উপর অভিমান করেই সে বাড়ি ছেড়ে চলে যায়। সেখানে সে বিয়ে করে সংসার করছে। অপরদিকে অভিযোগকারী সুখলাল বিশ্বাস এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে অফিসার্স ইনচার্জ দেওয়া তথ্য অস্বীকার করে সুখলাল বিশ্বাস জানায়, এখনও কোন সন্ধান পাওয়া যায়নি। অপরদিকে উজ্জল বিশ্বাস এর সাথেও মুঠোফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে করা অভিযোগ অস্বীকার করে বলেন, ঢাকায় তার সঙ্গে নিখোঁজ জয়চাঁদের দেখা হয়েছিল। তিনি বিষয়টি জয়চাঁদ বিশ্বাস এর অভিভাবকদের জানিয়েছেন।
No comments:
Post a Comment