নিজস্ব প্রতিদেবক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন হিসেবে পরিচিত খুলনা-১ আসন। দক্ষিণের উপকূলীয় উপজেলা দাকোপ ও বটিয়াঘাটা নিয়ে গঠিত। একাদশ সংসদ নির্বাচনকে ঘিরে দেশের অন্যান্য আসনের মতো এ আসনেও বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনকে সামনে রেখে সভা-সমাবেশের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করে দলীয় মনোনয়ন পওয়ার চেষ্টা করছেন প্রার্থীরা। এই প্রচারণায় আওয়ামী লীগ ও বিএনপির পাশাপাশি জাতীয় পার্টির প্রার্থীও সরব রয়েছে। সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত এ আসনটি আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত। তবে এই আসনে বর্তমানে আওয়ামী লীগের কোন্দল চরমে। আর এই ‘সুযোগটাই’ কাজে লাগাতে চায় দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি।
খুলনা জেলা নির্বাচন অফিসের তথ্যানুযায়ী, এ আসনের বটিয়াঘাটা উপজেলায় ভোটার সংখ্যা ১ লাখ ৩৭ হাজার ২২৪ জন। আর দাকোপ উপজেলায় ১ লাখ ২১ হাজার ৯৮৮ জন ভোটার রয়েছেন।
এ আসনে আওয়ামী লীগের প্রতিদ্বন্দ্বিতার তালিকায় রয়েছেন ৬ সম্ভাব্য প্রার্থী। তারা হলেন, বর্তমান সংসদ সদস্য ও খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পঞ্চানন বিশ্বাস, সাবেক এমপি বর্তমান খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি শেখ হারুনুর রশীদ, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল, বিগত নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী ও সাবেক এমপি ননী গোপাল মন্ডল, বটিয়াঘাটা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম খান এবং দাকোপ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন ।
অপরদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে রয়েছেন গত দুইবার এ আসনে দলীয় টিকিট নিয়ে লড়াই করা খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির এজাজ খান। দলটির একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও দলীয় চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভ রায়, বটিয়াঘাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিতাই গাইন সিপিবি থেকে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন।
অভিযোগ রয়েছে, বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস আইলা দুর্গত এ আসনে নদীভাঙন রোধে তেমন কোনো কাজ করতে পারেননি। ননী গোপাল মন্ডল আওয়ামী লীগের সংস্কারপন্থি নেতা হওয়ায় দল তাকে বহিষ্কার করেছিল। আইলা পরবর্তী সময় দুর্নীতির অভিযোগসহ নানা অনিয়ম করায় কোনঠাসা হয়ে পড়েছিলেন তিনি। যে কারণে নেতাকর্মীরাও তার কাছ থেকে দূরে সরে গিয়েছিলেন। এ আসনে সাবেক ও বর্তমান সংসদ সদস্যর মধ্যে দ্বন্দ্বের জেরে নতুন মুখ আসতে পারে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা। তবে এবারও তিনি দলীয় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, সে লক্ষে নির্বাচনে অংশগ্রহণের জন্য আমি প্রস্তুতও রয়েছি। তাছাড়া এলাকার উন্নয়নে যথেষ্ট কাজ করেছি। বটিয়াঘাটা ব্রিজ করছি। আমার এলাকায় কোনো কাঁচা রাস্তা নেই বললেই চলে। নদীভাঙন প্রতিরোধেও চেষ্টা চালানো হচ্ছে।
তৃণমূলের নেতা-কর্মীরা জানান, খুলনা-১ আসনে সংখ্যালঘু সম্প্রদায়ের ভোট বেশি। এখানকার বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস এলাকার উন্নয়ন করতে পারেননি। সাবেক এমপি ননী গোপাল মন্ডল দল থেকে বিচ্ছিন্ন। যে কারণে এ আসনে নতুন প্রার্থী হিসেবে সাড়া জাগিয়েছেন তরুণ শিল্পপতি শ্রীমন্ত অধিকারী রাহুল।
খুলনা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান বলেন, ঘরে ঘরে আমাদের প্রস্তুতি রয়েছে, শুধু ভোট দেওয়ার সুযোগ ও পরিবেশ থাকতে হবে। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনের পর আমাদের এই অঞ্চলে কোথাও কোনো সভা, সমাবেশ, ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠান পুলিশ ও সরকার দলীয়রা করতে দেয়নি। পাঁচজন লোক নিয়ে কোথাও দাঁড়াতে পারছি না। এ নিয়ে সাধারণ মানুষের ভেতর একটা ক্ষোভ রয়েছে। মানুষ সুযোগ পেলেই প্রতিফলন ঘটাবে। মাঠে নামতে না দিলেও স্থানীয় নেতাকর্মীদের নিয়মিত খোঁজ-খবর রাখছি। তারা কোনো মামলা বা বিপদে পড়লে সহযোগিতার চেষ্টা করি।
জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায় বলেন, জাতীয় পার্টি হোক বা জোটগতভাবে হোক আমি মনোনয়ন পাবো। আর সেভাবেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি।
১৯৯৬ সালের নির্বাচনে এই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করেন বর্তমান এমপি পঞ্চানন বিশ্বাস। এরপর তিনি আওয়ামী লীগে যোগদান করেন। ২০০৮ সালের নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। আওয়ামী লীগের মনোনয়ন পান দাকোপ উপজেলার ননী গোপাল মন্ডল। তিনি ১ লাখ ২০ হাজার ৮০১ ভোট পেয়ে নির্বাচিত হন। নানা অভিযোগের কারণে ২০১৪ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন বঞ্চিত হন। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নির্বাচিত হন পঞ্চানন বিশ্বাস। ২০১৪ সালের নির্বাচনে তিনি ৬৬ হাজার ৯০৪ ভোট পান। এ সময় তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সাবেক সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।
No comments:
Post a Comment