গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলায় ওমর ফারুক (২৭) নামে এক শ্রমিক লীগের নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকালে শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় এ ঘটনা ঘটে।
ওমর ফারুক কেওয়া পশ্চিমখণ্ড গ্রামের হাফিজুল ইসলামের ছেলে। তিনি শ্রীপুর পৌর শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৯টার দিকে কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় একটি গাড়ি থেকে দুই হাত বিচ্ছন্ন অবস্থায় ওমর ফারুককে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাসনিয়া জানান, হাসপাতালে আনার আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে। দুই হাত বিচ্ছিন্ন ছাড়াও তার পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তরক্ষণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
শ্রীপুর থানার এসআই মো. আশরাফুল্লাহ জানান, দুর্বৃত্তরা তার দুই হাত বিচ্ছন্ন করে ফেলেছে এবং পিঠে ধারালো আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।
No comments:
Post a Comment