রূপসা প্রতিনিধি: রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের চাদপুর রংধনু স্পোটিং ক্লাবের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান ২৫ অক্টোবর বিকালে চাদপুর মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় চাদপুর একাদশ ও নাশুখালী একাদশ অংশ গ্রহন করে। খেলার প্রথমার্ধে চাদপুর একাদশের খেলোয়ার তারেক, রাজিব ও সজল একটি করে মোট তিনটি গোল করে। পরে নাশুখালী একাদশের রবি ও প্রিন্স দুটি গোল পরিশোধ করলেও ৩-২ গোলে চাদপুর একাদশ চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন রানার্স আপ দলের মন্টু। খেলা শেষে বিজয়ীদের মঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার তুলে দেন খুলনা জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সা: সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী। রংধনু স্পোটিং ক্লাবের সভাপতি মিঠু মুন্সীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামীলীগের সা: সম্পাদক সরদার আবুল কাসেম ডাবলু, জেলা যুবলীগের সহ সভাপতি আজিজুল হক কাজল, সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, ঘাটভোগ ইউপি চেয়ারম্যান সাধন কুমার অধিকারী, ছাগলাদাহ ইউপি চেয়ারম্যান এস এম দীন ইসলাম। বক্তৃতা করেন মোল্লা সাখাওয়াত হোসেন, অধ্যাপক মনোয়ার হোসেন, মনির হোসেন মোল্লা, মাহাবুব উল আলম, শামীম হাসান লিটন, শাহনেওয়াজ কবীর টিংকু, জাহাংগীর মিনা, গিয়াস মোল্লা প্রমুখ।
Thursday, October 25, 2018
রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment