রূপসা প্রতিনিধি : জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে ভিশন-২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ক এক প্রেস ব্রিফিং ২৫ অক্টোবর বেলা ১২ টায় রূপসা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। রূপসা প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খুলনা আঞ্চলিক তথ্য অফিসের উপ-প্রধান তথ্য অফিসার ম. জাভেদ ইকবাল। প্রেস ব্রিফিং-এ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। বক্তৃতা করেন রূপসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম ডালিম, সাবেক সভাপতি এস এম মাহবুবুর রহমান, সাইফুল ইসলাম বাবলু, তরুন চক্রবর্তী বিষ্ণু, সাবেক সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেন, সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ আজিম, নির্বাহী সদস্য তৌহিদুল ইসলাম কচি, সদস্য খান আ. জব্বার শিবলী, কর্ণপুর যুব সংঘের আ. হালিম প্রমূখ।
অনুষ্ঠানে সরকার জনকল্যাণে যেসকল কর্মসূচি গ্রহন করেছে সংশ্লিষ্ট বিভাগ গুলিকে এসকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে সরকার জনকল্যাণে যেসকল কর্মসূচি গ্রহন করেছে সংশ্লিষ্ট বিভাগ গুলিকে এসকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করার আহবান জানানো হয়।
এর আগে জেলা তথ্য অফিসের আয়োজনে নৈহাটী ইউনিয়ন পরিষদে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দীন বাদশা। বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল।
No comments:
Post a Comment