গাজীপুর প্রতিনিধি : গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় শ্রমিক কলোনিতে আগুনে দগ্ধ হয়ে এক বৃদ্ধের মৃত্যু এবং এক শিশু দগ্ধ হয়েছে। বৃহস্পতিবার রাতে ওই অগ্নিকাণ্ড ঘটে।
নিহত সবেদ আলীর (৬০) বাড়ি বংপুরের পীরগঞ্জে। অগ্নিদগ্ধ হয়েছে তার নাতি শিমুল (৮)। শিমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বাসন সড়ক (পেয়ারা বাগান) এলাকার ঈদগাঁ মাঠ সংলগ্ন স্বপনের শ্রমিক কলোনিতে রাত ৯টার দিকে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কলোনির ৩৫টি ঘর ও মালামাল পুড়ে যায় এবং দগ্ধ হয়ে সবেদ আলী ঘটনাস্থলে নিহত ও তার নাতি শিমুল দগ্ধ হয়।
কলোনির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
নিহত সবেদ আলীর (৬০) বাড়ি বংপুরের পীরগঞ্জে। অগ্নিদগ্ধ হয়েছে তার নাতি শিমুল (৮)। শিমুলকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জয়দেবপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন জানান, বাসন সড়ক (পেয়ারা বাগান) এলাকার ঈদগাঁ মাঠ সংলগ্ন স্বপনের শ্রমিক কলোনিতে রাত ৯টার দিকে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কলোনির ৩৫টি ঘর ও মালামাল পুড়ে যায় এবং দগ্ধ হয়ে সবেদ আলী ঘটনাস্থলে নিহত ও তার নাতি শিমুল দগ্ধ হয়।
কলোনির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।
No comments:
Post a Comment