চট্টগ্রাম অফিস : বিপুল পরিমাণ নগদ টাকা, চেক এবং ফেনসিডিলসহ চট্টগ্রামের জেলার সোহেল রানা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে রেলওয়ে পুলিশ।
চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনে ময়মনসিংহে নিজ গ্রামের বাড়ি যাওয়ার পথে ভৈরব উপজেলা এলাকায় জিআরপি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সোহেল রানাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভৈরব জিআরপি থানার ওসি আবদুল মজিদ।
জিআরপি পুলিশ সূত্র জানায়, গোপন সূত্রে তথ্য পেয়ে চট্টগ্রাম থেকে ময়নসিংহে যাওয়ার পথে চট্টগ্রাম কারাগারের জেলার সোহেল রানাকে আটক করা হয়। পরে তার লাগেজ তল্লাশি করে ১২ বোতল ফেনসিডিল, নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ১ কোটি ৩০ লাখ টাকার চেক এবং স্ত্রীর নামে থাকা ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে রেলওয়ে পুলিশ জানিয়েছে।
No comments:
Post a Comment