Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 25, 2018

বাংলা সিনেমার অভিনেত্রীর নির্মমতার শিকার শিশু প্রিয়াঙ্কা

ফেনী সংবাদদাতা : অনাথ মেয়েটিকে দত্তক নিয়েছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী দাবিদার শাহানা আক্তার শাহেনী। তবে দত্তক সন্তান দাবি করলেও পাঁচ বছরের প্রিয়ঙ্কাকে দিয়ে বাড়ি-ঘরের সব কাজই করাতেন তিনি।

শিশুটির ওপর তিনি কতটুকু অমানবিক নির্যাতন করতেন তার নজির মিলেছে মঙ্গলবার। সারা দেহে জ্বলন্ত মোম বাতি ও খুন্তির ছ্যাকা খাওয়া প্রিয়াঙ্কাকে মঙ্গলবার উদ্ধার করা হয়েছে। পরে পুলিশ ওই অভিনেত্রীকেও আটক করেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, শাহেনী রাজধানী ঢাকায় অবস্থান করলেও গ্রামের বাড়িতে নিয়মিত যাতায়াত করতেন। কিছুদিন আগে তিনি প্রিয়াঙ্কাকে নিয়ে উপজেলার শর্শদি ইউনিয়নের গজারিয়া কান্দি গ্রামের নিজ বাড়িতে আসেন। পালক মেয়ে বললেও প্রিয়াঙ্কাকে দিয়ে ঘরের সব কাজকর্ম করাতেন শাহেনী।

প্রতিবেশী জোহরা আক্তার জানান, মঙ্গলবার বিকেলে শাহেনীর বাড়িতে কান্নার শব্দ শুনে স্বামীকে নিয়ে তিনি সেখানে যান। ক্ষত-বিক্ষত প্রিয়াঙ্কাকে উদ্ধার করে তারা প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান।

তিনি আরো জানান, সোমবার রাতে শাহেনী লাঠি দিয়ে পেটানোর পর প্রিয়াঙ্কার শরীরে জ্বলন্ত মোম বাতি ও খুন্তির ছ্যাকা দিয়ে ঝলসে দেয়। পরে তাকে আটক রেখে বেরিয়ে যায়। প্রায়ই তার ওপর এ ধরনের নির্যাতন চালানো হতো বলেও জানিয়েছে প্রিয়াঙ্কা।

ফেনী আধুনিক সদর হাসপাতালের আরএমও ডা. নাজমুল হাসান বলেন, শিশুটির অবস্থা ভালো নয়। শরীরের বিভিন্ন জায়গা ঝলসে যাওয়ায় তার কিডনি ঝুঁকিতে রয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া প্রয়োজন।

ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার জানান, গৃহকত্রী শাহীনাকে আটক করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে