তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজী গ্রামের খুলনা-কালিয়া সড়কটি অবশেষে নদীগর্ভে বিলিন হয়ে গেছে। অবর্নণীয় দুর্বোগের শিকার হচ্ছে হাজার হাজার মানুষ। দীর্ঘ দিন ধরে সড়কটিতে ফাটল ধরে ঝুকির মধ্যে থাকার পর শুক্রবার তা নদীগর্ভে চলে যায়। তবে দীর্ঘ ১১ দিন পর গতকাল শনিবার অবশেষে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভাঙন রোধে অস্থায়ী ভাবে ব্যবস্থা গ্রহণ করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায় গত ৯ অক্টোবর আতাই নদীর পাশ দিয়ে বয়ে যাওয়া পারহাজীগ্রামের ঈদগাহ ময়দানের অদুরে পশ্চিম প্রান্তে ফাটল দেখা দেয়। এর পর খুলনা-কালিয়া সড়কে ফাটল দেখা দিলে ঐ দিন সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে সড়কটি নদীগর্ভে বিলিন হয়ে গেছে। সড়ক ধ্বসে আতাই নদীর পানি বিলে প্রবেশ করে তেরখাদা ও কালিয়া উপজেলার কয়েক হাজার একর জমির উঠতি আমন ফসল পানিতে নিমজ্জিত হওয়ার আশংকা রয়েছে। ঐ এলাকার বাসিন্দা লাজুক মোল্যা আব্দুস সাত্তার মোল্যা, লিটন মোল্যা, মহাসিন মোল্যা, রাকিব শেখ সহ বেশ কয়েকজনের সাথে কথা হলে তারা অভিযোগ করে বলেন, পাউবো কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সঠিক সময়ে সংস্কারে এগিয়ে না আসায় সড়ক চলাচল হাজার হাজার মানুষের চরম দুর্ভোগে পৌছেছে। আর শতাধিক বশতবাড়ির লোকজন আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। আবার অনেকে এলাকা ছেড়ে অন্য স্থানে আসবাব পত্র সহ গৃহপালিত পশু পাখি সরিয়ে নিচ্ছে। এ সম্পর্কে জানার জন্য পাউবো খুলনা জেলা নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, প্রাথমিক ভাবে গতকাল শনিবার থেকে সংস্কারের কাজ চলছে, আজ রবিবার থেকে বস্তা ভর্তি বালু ফেলানো হবে। তিনি আরও জানান, স্থায়ী ভাবে ভাঙন রোধে ৫০ কোটি টাকার একটি প্রজেক্ট বরাদ্দ চাওয়া হয়েছে। দ্রুতই প্রজেক্ট বরাদ্দ পাওয়ার আশা ব্যক্ত করেন।

No comments:
Post a Comment