বিনোদন ডেস্ক : জনপ্রিয় দুই বলিউড অভিনয়শিল্পী সালমান খান ও শিল্পা শেঠি। আউজার, গর্ব : প্রাইড অ্যান্ড অনার, ফির মিলেঙ্গে, শাদি করকে ফাঁস গায়া সিনেমায় অভিনয় করেন তারা। আবারো একসঙ্গে পর্দায় দেখা যাবে তাদের।
১৯৯৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা আউজার। সিনেমাটির সিক্যুয়েল নির্মাণ করতে চলেছেন নির্মাতারা। এতে অভিনয় করবেন সালমান ও শিল্পা। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা পাওয়া যায়নি।
ঘনিষ্ঠ দুই বন্ধুর গল্প নিয়ে নির্মিত সিনেমা আউজার। কলেজ জীবন শেষ করে জীবিকার জন্য ভিন্ন পথ বেছে নেয় তারা। এক সময় পরস্পরের মুখোমুখি হয়। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন সালমান খান, সঞ্জয় কাপুর, শিল্পা শেঠি। রমেশ তাওরানি প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেন সোহেল খান। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। তবে বক্স অফিসে খুব একটা সুবিধা করতে পারেনি এটি।
বর্তমানে ভারত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সালমান। এতে আরো অভিনয় করছেন-জ্যাকি শ্রফ, টাবু, ক্যাটরিনা কাইফ, সুনীল গ্রোভার, দিশা পাটানি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করছেন আলী আব্বাস জাফর।
No comments:
Post a Comment