Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, October 26, 2018

ইসলাম গ্রহণ করলেন বিখ্যাত আইরিশ গায়িকা ও’কনর

আন্তর্জাতিক ডেস্ক : বিখ্যাত আইরিশ গায়িকা সিনিড ও'কনর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি নিজের নতুন নাম রেখেছেন শুহাদা। শুক্রবার বিবিসি অনলাইন এ তথ্য জানিয়েছেন। ১৯৯০ সালে  'নাথিং কমপেয়ার্স টু ইউ' গানটির বদৌলতে বিখ্যাত বনে যান সিনিড। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এটি। এক টুইটার বার্তায় তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন সিনিড।

তিনি বলেছেন, ‘একজন মুসলমান হতে পেরে গর্বিত বলে ঘোষণা করছি। এটা যে কোনো বুদ্ধিমান ধর্মতত্ত্ববিদের ভ্রমণের স্বাভাবিক পরিণতি। সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়, যা অন্য সব ধর্মকে বাতিল বলে গণ্য করে। আমি নতুন নাম গ্রহণ করছি। এটা হবে শুহাদা।’

বৃহস্পতিবার শেখ ড. উমর আল-কাদরি নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। এতে দেখা যায়,সিনিড ও'কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।

তবে ধর্ম নিয়ে সিনিড এই প্রথমবারের মত কথা বলেছেন, তা নয়। ১৯৯২ সালে তিনি একটি মার্কিন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত লাইভ অনুষ্ঠানে পোপের ছবি ছিঁড়ে বিতর্কের জন্ম দিয়েছিলেন। সাত বছর পর মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া একটি চার্চ তাকে যাজক হিসেবে ঘোষণা করে। তবে  ক্যাথলিক চার্চ যেহেতু নারীদের যাজক হওয়া অনুমোদন করে না, তাই তার ওই অনুষ্ঠানটিও তারা অনুমোদন করেনি।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে