নিজস্ব প্রতিবেদক : খুলনার দাকোপ উপজেলা শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ (৪৫) ট্রাকচাপায় নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে অফিসে যাওয়ার সময় বটিয়াঘাটা উপজেলার সাচিবুনিয়া এলাকার বিশ্বরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবদুল ওয়াদুদ বলেন, সাচিবুনিয়া এলাকায় হেঁটে রাস্তা পার হওয়ার সময় বালু বোঝাই একটি ট্রাক মাসুম বিল্লাহকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি জানান, মাসুম বিল্লাহ দাকোপ উপজেলা শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, নিহতের লাশ লবনচরা থানা পুলিশ উদ্ধার করেছে।
No comments:
Post a Comment