Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, January 2, 2019

খুলনায় ৩ দিনের রিমান্ডে সাংবাদিক হেদায়েত

নিজস্ব প্রতিবেদক : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতারকৃত অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ ও ইংরেজি দৈনিক ‘ঢাকা ট্রিবিউন’-এর খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।  বুধবার দুপুর ১২টার দিকে খুলনা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বটিয়াঘাটা থানার ওসি মাহবুবুর রহমান সাত দিনের রিমান্ডের আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান আসামিপক্ষের আইনজীবী নয়ন বিশ্বাস। এর আগে মঙ্গলবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের নির্বাচনে ফলের বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে নগরীর গল্লামারী থেকে হেদায়েত হোসেন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়, খুলনা-১ আসনের নির্বাচনে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সোমবার অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা ট্রিবিউন’ ও দৈনিক মানবজমিন পত্রিকায় ‘খুলনা-১-এ ভোটারের চেয়ে ২২ হাজার ৪১৯ ভোট বেশি পড়েছে!’ শীর্ষক সংবাদ প্রকাশ করা হয়।
এ সংবাদ প্রকাশের কারণে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও নির্বাচন সংশ্লিষ্টদের সুনাম ও ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। এ কারণে ‘বাংলা ট্রিবিউন’র খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্লা ও দৈনিক মানবজমিনের খুলনার স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামের বিরুদ্ধে বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাশীষ চৌধুরী মঙ্গলবার সকালে বটিয়াঘাটা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। সাংবাদিক হেদায়েত হোসেনকে কারাগারে নেয়ার সময় কারা ফটকের সামনে তিনি সাংবাদিকদের জানান, পুলিশ তাকে শারীরিকভাবে নির্যাতন করেছে। 
উল্লেখ্য, খুলনা-১ আসনে ভোটার ২ লাখ ৫৯ হাজার ৪২০ জন। এর মধ্যে আওয়ামী লীগের প্রার্থী পঞ্চানন বিশ্বাস নৌকা প্রতীকে ১ লাখ ৭২ হাজার ১৫২ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির কুদরত-ই আমির এজাজ খান পেয়েছেন ২৮ হাজার ৩২২ ভোট।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে