Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Tuesday, January 1, 2019

খুলনায় ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হেদায়েত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : ইলেক্ট্রিক ডিভাইসে ভুল তথ্য প্রকাশের অভিযোগে অনলাইন নিউজপোর্টাল বাংলা ট্রিবিউন ও ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের খুলনা প্রতিনিধি হেদায়েত হোসেন মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে খুলনা জেলা কারাগারে প্রেরণ করে। 
দুপুর ২টার দিকে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড় এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে। পরে তাকে বটিয়াঘাটা থানায় সোপর্দ করা হয়। বিকেলে হাতকড়া পরিয়ে তাকে আদালতে আনা হয়। এর আগে সোমবার রাতে সাংবাদিক হেদায়েত হোসেন ও মানবজমিনের খুলনা ব্যুরো’র স্টাফ রিপোর্টার রাশিদুল ইসলামের বিরুদ্ধে বটিয়াঘাটায় মামলা দায়ের করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা দেবাশীষ চৌধূরী। এ দু’ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’র ২৫/৩১/৩৩/৩৫ ধারায় অভিযোগ আনা হয়েছে। 
পুলিশ জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনের নির্বাচনের ফলাফল সীটে মোট ভোটের অতিরিক্ত ভোট পড়েছে- মর্মে বাংলা ট্রিবিউন ও মানবজমিনে সংবাদ প্রকাশ করা হয়। কিন্তু বাস্তবে এ ধরণের কিছুই ঘটেনি। কিন্তু উল্লিখিত সাংবাদিকরা পরস্পর যোগসাজসে ৩০ ডিসেম্বর রাতে বটিয়াঘাটা উপজেলায় এ তথ্য ফাঁস করেছেন। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে