Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, December 17, 2018

ইভিএম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক : খুলনা সিটি কর্পোরেশনে ৩১টি ওয়ার্ডের কাউন্সিলর ও সচিবদের সাথে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) বিষয়ে এক মতবিনিময় সভা আজ বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ হেলাল হোসেন।
মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রথমবারের মত খুলনা-২ আসনের প্রত্যেকটি ভোটকেন্দ্রে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহন হবে। নতুন এ প্রযুক্তি সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে ইভিএম প্রদর্শনী করা হবে। তিনি, সকল ওয়ার্ডের ভোটারদেরকে ইভিএম বিষয়ে সচেতন করতে কাউন্সিলর ও সচিবদের প্রতি আহ্বান জানান। একই সাথে নির্বাচনী আচরণবিধি সমুন্নত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এল এ) মো. ইকবাল হোসেন, উপপুলিশ কমিশনার এহসান শাহ, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাজহারুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।




No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে