মোঃ আমিরুল ইসলাম : রূপসা সরকারি বঙ্গবন্ধু কলেজে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় মহান বিজয় দিবস। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর সরদার ফেরদাউস আহম্মেদ। বিজয় দিবস উপলক্ষে কলেজ প্রাঙ্গনে বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বর্নাঢ্য র্যালী, কবিতা আবৃত্তি, সংগীত পরিবশেন ও নাটক মঞ্চায়িত হয়। নাটকের দৃশ্যে শেখ রাসেলের অর্তনাদের বিষয়বস্তু তুলে ধরা হয়। এই দৃশ্য দেখে খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম মুর্শেদি কেঁদে ফেলেন। আলোচনা সভায় তিনি বলেন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করে দেশের মানুষের ভাগ্য উন্নয়ন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনকে আরেকবার জয়যুক্ত করতে হবে। অবুজ শিশু শেখ রাসেলের খুনীদের বাংলার মাটিতে বিচার করে তার বিদেহী আত্মার শান্তি দিতে হবে। তা নাহলে যে রাসেলে আর্তনাদ আমাদের সামনে বার বার ফিরে আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুস সালাম মুর্শেদি, বিশেষ অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল প্রফেসর, অন্যদের মাঝে ছিলেন রূপসা থানা আওয়ামীলীগের সভাপতি সরদার আবুল কাশেম ডাবলু, মারুফ হোসেন সহ আ’মীলীগের নেতৃবৃন্দরা। অপরদিকে পূর্ব রূপসা বাস টার্মিনালে জেলা আওয়ামীলীগের উদ্যোগে নৌকা প্রতীককে বিজয় করার জন্য জন সভায় প্রধান অতিথি হিসাবে জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম কামাল হোসেন, খুলনা মহানগরের সাবেক ছাত্রলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, উপজেলা চেয়াম্যান কামাল উদ্দিন বাদশা, চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, ভাইস চেয়ারম্যান লিপি আক্তার, সাবেক চেয়ারম্যান মোস্তফা কামাল, মেম্বর রীনা পারভীন, রুনা আক্তার, আলহাজ্ব মোঃ আবু আহাদ হাফিজ বাবু, ফরিদ শেখ, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, ডাঃ আলহাজ্ব মুজিবুর রহমান, সালাহউদ্দিন মোল্লা প্রমুখ।
Tuesday, December 18, 2018
রাসেলের নাটক দেখে চোখের পানি ধরে রাখতে পারলেন না আব্দুস সালাম মুর্শেদী
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here

No comments:
Post a Comment