নিজস্ব প্রতিবেদক : র্যাব-৬ প্রতিষ্ঠালগ্ন হতে জঙ্গী, সন্ত্রাস, নাশকতা, অস্ত্র ও মাদক এর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতা ও ১১তম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে র্যাব-৬ এর আওতাধীন খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা,ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর, যশোর, মাগুরা ও নড়াইল জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।
র্যাব-৬ এর সহকারী পরিচালক এএসপি মো.
তোফাজ্জেল হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও
নাশকতাকারীদের কর্মকান্ডের বিরুদ্ধে হুঁশিয়ারির অংশ হিসেবে গত ৭ নভেম্বর হতে র্যাব-৬ এর খুলনা ক্যাম্প, যশোর ক্যাম্প এবং ঝিনাইদহ ক্যাম্প হতে একযোগে বিশেষ টহল শুরু হয় যা এখনও চলমান রয়েছে। র্যাব-৬, খুলনা ক্যাম্প হতে ১২ টি বিশেষ মহড়া শুরু হয়ে খুলনা মহানগরী এবং অন্যান্য ক্যাম্পগুলো হতে ১২টি মহড়া তাদের দায়িত্বপূর্ন এলাকা/জেলায় প্রদক্ষিণ অব্যাহত রেখেছে। নির্বাচনকালীন সময়ে নিজেদের দায়িত্বপূর্ণ এলাকায় স্বাভাবিক আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে র্যাব-৬ সদা প্রস্তুত রয়েছে।
No comments:
Post a Comment