Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Sunday, November 4, 2018

অভয়নগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রকে গলা কেটে হত্যা

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগরে নয় বছরের এক শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। হাসিবুর একতারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। রোববার সকালে অভয়নগর থানা পুলিশ শিশুর লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

পুলিশ জানায়, অভয়নগর উপজেলার একতারপুর গ্রামের দিনমজুর মফিজুর রহমানের ছেলে হাসিবুর রহমান শনিবার দুপুরে মাছ ধরার জন্য সিপ নিয়ে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় অনেক জায়গায় পরিবারের সদস্যরা খোঁজ নেয়। রোববার সকালে বাড়ির অদূরে আকরাম ফারাজির পুকুর পাড়ে একটি গর্তে তার লাশ দেখতে পায় গ্রামের লোকজন। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

পুলিশ জানায়, কে বা কারা শিশু হাসিবুরকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে লাশটি গর্তে ফেলে রেখে গেছে। অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান, তদন্ত করে হত্যাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে কী কারণে শিশু হাসিবুর রহমানকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে তদন্ত চলছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে