বিজ্ঞপ্তি : খুলনা মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের ১৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার করেছে। একই সাথে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী ও হয়রানী করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, সদর থানায় আসলাম হোসেন, জিএম মহিউদ্দিন, নাসির, খালিশপুর থানায় আল মামুন, বাচ্চু, সরোয়ার হোসেন, রিয়াজ, দৌলতপুর থানায় সিদ্দিকুর রহমান সিকো, রায়হান, শামীম আজাদ মিলু, রবি, জাহাঙ্গীর হোসেন, আড়ংঘাটা থানায় অমল সরকার ও হাসান, খানজাহান আলী থানায় শহিদুল ইসলাম, মুন্না, নূর ইসলাম, মোঃ হৃদয় ও নাহিদ।
এদিকে নেতাকর্মীদের বাড়ি বাড়ি তল্লাশী ও হয়রানী এবং ভবিষ্যতে কোন কারণ ছাড়া নেতাকর্মীদের গ্রেফতার বন্ধের আহ্বান জানিয়েছেন মহানগর বিএনপি নেতৃবৃন্দ। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন নগর বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এম নুরুল ইসলাম দাদু ভাই, সভাপতি নজরুল ইসলাম মঞ্জু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাহারুজ্জামান মোর্ত্তজা, কাজী সেকেন্দার আলী ডালিম, সৈয়দা নার্গিস আলী, শেখ মোশারফ হোসেন, মীর কায়সেদ আলী, জাফরউল্লাহ খান সাচ্চু, সিরাজুল ইসলাম, জলিল খান কালাম, ফখরুল আলম, এড. ফজলে হালিম লিটন, অধ্যক্ষ তারিকুল ইসলাম, শেখ আমজাদ হোসেন, অধ্যাপক আরিফুজ্জামান অপু, সিরাজুল হক নান্নু, ইকবাল হোসেন খোকন, আসাদুজ্জামান মুরাদ প্রমুখ।
No comments:
Post a Comment