Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, October 17, 2018

ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবলে জামালপুর চ্যাম্পিয়ন

ক্রীড়া প্রতিবেদক : ‘ওয়ালটন ৫ম জাতীয় যুব মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতা-২০১৮’ তে চ্যাম্পিয়ন হয়েছে জামালপুর জেলা ক্রীড়া সংস্থা। জামালপুরের এটা প্রথম শিরোপা। রানার্স-আপ হয়েছে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা। আগের আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তারা।

আজ বুধবার ক্যাপ্টেন এম মনসুর আলী হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা ২৮-১৬ গোলে নওগাঁ জেলা ক্রীড়া সংস্থাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। চ্যাম্পিয়ন দল প্রথমার্ধে ১৭-৯ গোলে এগিয়ে ছিল। জামালপুরের পক্ষে আল্পনা আক্তার ৮টি, মিষ্টি খাতুন ৬টি ও সাবিনা আক্তার ৬টি গোল করেন। নওগাঁর হয়ে নুরজাহান ৫টি, পুর্ণিমা ৪টি ও নাজমিন ৪টি গোল করেন। প্রতিযোগিতায় জামালপুর জেলা ক্রীড়া সংস্থা আল্পনা আক্তার সেরা খেলোয়াড় হন ।

ফাইনাল ম্যাচটি বিকেল সাড়ে তিনটা থেকে সরাসরি সম্প্রচার করে প্রতিযোগিতার মিডিয়া পার্টনার এটিএন বাংলা।

টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল জামালপুর ও রানার্স-আপ দল নওগাঁ ও তৃতীয় হওয়া পঞ্চগড় দলকে ট্রফি ও মেডেল দেওয়া হয়। এ ছাড়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের পক্ষ থেকে হোম অ্যাপ্লায়েন্স দিয়ে চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয় স্থান অধিকারী দলের খেলোয়াড়দের উৎসাহিত করা হয়।

ফাইনাল শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন ওয়ালটন গ্রুপের সিনিয়র অপারেটিভ ডিরেক্টর (গেমস অ্যান্ড স্পোর্টস) এফএম ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবীণ ক্রীড়া সংগঠক আলহাজ্ব ফরিদা আক্তার বেগম ও জহিরুল ইসলাম টুটুল, হেড অব প্রোগ্রাম ডেভেলপমেন্ট, রেডিও টুডে ৮৯.৬ এফ.এম। এছাড়া আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য ও টুর্নামেন্ট কমিটির সম্পাদক মো. মকবুল হোসেনসহ ফেডারেশনের অনান্য কর্মকর্তাগন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এবারের এই প্রতিযোগিতায় চারটি গ্রুপে ১২টি দল অংশ নিয়েছিল। ‘ক’ গ্রুপে ছিল নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা ও গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। ‘খ’ গ্রুপে ছিল জামালপুর জেলা ক্রীড়া সংস্থা, দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা ও মাদারীপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘গ’ গ্রুপে ছিল পঞ্চগড় জেলা ক্রীড়া সংস্থা, নড়াইল জেলা ক্রীড়া সংস্থা ও ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা। ‘ঘ’ গ্রুপে ছিল ঢাকা জেলা ক্রীড়া সংস্থা, ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থা ও নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা।

১৩ ও ১৪ অক্টোবর হয় গ্রুপ পর্বের খেলাগুলো। চার গ্রুপের সেরা চারটি দল সেমিফাইনালে উঠে। ১৫ অক্টোবর হয় দুটি সেমিফাইনাল। ১৬ অক্টোবর হয় তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আর আজ ১৭ অক্টোবর বিকেলে হল ফাইনাল।

এই প্রতিযোগিতার মিডিয়া পার্টনার ছিল এটিএন বাংলা, রেডিও পার্টনার ছিল রেডিও টুডে। সহযোগিতায় ছিল ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেল। আর অনলাইন পার্টনার হিসেবে ছিল দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি.কম।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে