Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Sunday, October 28, 2018

পরিবহন শ্রমিকদের কর্মবিরতী : বন্ধ রয়েছে দূরপাল্লার বাস, ভোগান্তিতে যাত্রীরা

ঢাকা অফিস : পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার কর্মবিরতীর কারণে রাজধানী থেকে কোন দূরপাল্লার বাস ছাড়ছে না। ফলে বিপাকে পড়েছে যাত্রীরা। গাবতলী, মহাখালী, গুলিস্তান ও সায়েদাবাদ বাস টার্মিনালে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। সকাল থেকে সরেজমিনে বিভিন্ন স্থানের বাস টার্মিনালগুলোতে গিয়ে দেখা যায়, বাস কাউন্টারগুলো বন্ধ। কিন্তু বাসের অপেক্ষায় দাঁড়িয়ে আছেন যাত্রিরা।

রাজধানীর যাত্রাবাড়ী, সাইনবোর্ড এলাকায় গিয়ে দেখা গেছে, পরিবহন মালিকদের পক্ষ থেকে গাড়ি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে নোয়াখালী রুটে চলা সেবা ট্রান্সপোর্টের এক সুপারভাইজার বলেন, ‘আমাদের অফিসের (মালিকের) পক্ষ থেকে বলা হয়েছে গাড়ি চালানো বন্ধ রাখার জন্য। এ কারণে সকাল থেকে ঢাকা-চট্টগ্রাম রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’

অন্যদিকে ঢাকা থেকে নোয়াখালী, ফেনী, চট্টগ্রামের ড্রিমলাইন, হিমাচল, এনা পরিবহন , হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, স্টার লাইনসহ সব বাস সকালবেলা থেকেই চলাচল বন্ধ রয়েছে।

গাবতলী বাস টার্মিনালে ভোর থেকে অপেক্ষা করছেন ফারুক আহম্মেদ ও তার পরিবার। তিনি বলেন, ‘অফিস থেকে দুইদিনের ছুটি নিয়েছি। গ্রামে যাবো। ভোরে বাসস্টান্ডে এসে শুনি পরিবহন ধর্মঘট চলছে। পুরো পরিবার নিয়ে চলে এসেছি। এখন কি করব জানিনা। বাসায় ফিরে যাওয়ার পথ নেই। কোন বাসই পাচ্ছি না।’ এদিকে শুধু রিকশা ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করছে না। ফলে রাজধানীবাসীও নিজস্ব গন্তব্যে যেতে পারছে না।

অপরদিকে আজ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সড়ক পরিবহন আইন পরিবর্তনের সুযোগ নেই। তিনি পরিবহন শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের আহবান জানিয়েছেন।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে