নিজস্ব প্রতিবেদক : ১০ সদস্য পরিবারে একমাত্র কর্মক্ষম রূপসার মো. বাদশা মিয়া (৫৫) বাঁচতে চাই। ব্রেইনস্ট্রোক করে গত ১৮ দিন যাবৎ নামমাত্র চিকিৎসায় মুমুর্ষ অবস্থায় পড়ে রয়েছে। অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ মোতাবেক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা আগারগাঁও ন্যাশনাল ইনস্ট্রিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে নিয়ে মস্তিস্ক অপারেশন করাতে হবে। কিন্তু এতে প্রায় ৪ লাখ টাকার দরকার। যা বাদশার অসহায় পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব না।
রূপসা উপজেলার বাগমারা গ্রামের হতদরিদ্র পরিবারের বাসিন্দা মিয়ার জীবন কেটেছে ভাড়া বাসায় থেকে। জীবিকা নির্বাহ করতে চালাতো ভ্যান গাড়ী। কিছু দিন পূর্বে তিনি ভ্যান চালানো ছেড়ে দিয়ে বাগমারা বটতলা মোড়ে ছোট একটা চা-পানের দোকান দেয়। অভাবের সংসারে নানা চিন্তা-ভাবনায় ২৯ সেপ্টেম্বর সকালে দোকানে থাকা অবস্থায় ব্রেইনস্ট্রোক করে। সকালে তাকে অচেতন অবস্থায় ভর্তি করা হয় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে ১০ অক্টোবর পর্যন্ত বিভিন্ন পরীক্ষা-নিরিক্ষা ও চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা আগারগাঁও ন্যাশনাল ইনস্ট্রিটিউট অব নিউরোসায়েন্সেস এন্ড হাসপাতালে নিয়ে মস্তিস্ক অপারেশন করানোর পরামর্শ দিয়ে ছাড়পত্র দেয়া হয়। ঢাকায় নিয়ে চিকিৎসা করানোর মত সামর্থ বাদশার পরিবারের নেই। এমনিতেই বাদশা অসুস্থ থাকায় তার স্ত্রী ও ৪ ছেলে-মেয়ে এবং বোনসহ ১০ সদস্যের পরিবারের চলছে খেয়ে না খেয়ে দিন। এলাকার কিছু সংখ্যক মানুষের আর্থিক সহায়তায় নামমাত্র চিকিৎসার মাধ্যমে ভাড়া বাসায় পড়ে রয়েছে গুরুতর অসুস্থ বাদশা মিয়া।
তাই তার পরিবারের সদস্যরা সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সাহায্য কামনা করেছে। সাহায্য পাঠানোর ঠিকানা : সঞ্চয় হিসাব নং ৯৯০১১৮০২৬৭৯৮৫, আল আরাফা ইসলামী ব্যাংক, পূর্ব রূপসা বাজার শাখা, রূপসা, খুলনা। অথবা সরাসরি যোগাযোগ করুন ০১৯৩৬-২৭৯২৮০ নম্বরে।
No comments:
Post a Comment