Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, October 17, 2018

রূপসা নদীতে গ্রামীণফোনের সহযোগিতায় নৌকাবাইচ ২০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক : গত চার বছরের মতো এবারও গ্রামীণফোনের সহযোগিতায় আগামী ২০ অক্টোবর রূপসা নদীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচ। এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ৩৪টি দল। উৎসবের এই ১৩ তম আসরের আয়োজক  খুলনার নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’র (এনএসএসকে) এবং তত্বাবধায়নে রয়েছে খুলনা জেলা প্রশাসন।
প্রতিযোগিতার দিন সকাল ১০ টায় নগরীর আপামর মানুষের অংশগ্রহণে শিববাড়ি থেকে শহীদ হাদিস পার্ক পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আয়োজনের মধ্য দিয়ে শুরু হবে দিনব্যাপি এই উৎসব। এরপর ঐদিন দুপুর ২টায় রূপসা নদীর ১ নং কাস্টম ঘাটে অতিথিবৃন্দরা ফেস্টুন ও বেলুন ওড়ানোর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করবেন। দুপুর আড়াইটায় ১ নং কাস্টম ঘাটে নৌকা বাইচ প্রতিযোগিতা শুরু হয়ে বিকেল সাড়ে ৫টায়  শেষ হবে। প্রতিযোগিতা ১ নং কাস্টম ঘাট থেকে শুরু হয়ে খানজাহান আলী সেতু (রূপসা সেতু)-তে গিয়ে শেষ হবে। 
এবছর প্রতিযোগিতায় কয়রা, পাইকগাছা,তেরখাদা, কালিয়া, নড়াইল, মাদারিপুর থেকে ১৫ টি বড় এবং ১০ টি ছোট বাইচ দল আসছে। এর মধ্যে বড় দলের প্রথম বিজয়ীরা পাবেন এক লক্ষ টাকা, দ্বিতীয় দল পাবেন ৬০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবেন ৩০ হাজার টাকা।  অন্যদিকে ছোটদলের প্রথম বিজয়ী দল ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবেন ২০ হাজার টাকা। এবার গোপালগঞ্জ, মাদারিপুর ফরিদপুর এলাকার ১২টি বাচারি নৌকা নিয়ে একটি বিশেষ দল তৈরি করা হয়েছে। সেই দলের প্রথম বিজয়ী পাবে ৫০ হাজার টাকা, দ্বিতীয় দল ৩০ হাজার টাকা এবং তৃতীয় দল পাবেন ২০ হাজার টাকা। 
বাইচ প্রতিযোগিতার পাশাপাশি আয়োজন করা হয়েছে ফটোগ্রাফি প্রতিযোগিতা। গ্রামীণফোন গ্রাহকগণ ১৩তম খুলনা নৌকা বাইচের  ছবি ড়িনিড়ী এ ২১ তারিখ সন্ধ্যা ৭ টার মধ্যে শেয়ার করে জিতে নিতে পারেন আকর্ষণীয় পুরষ্কার। গ্রামীণফোন গ্রাহকগণ গুগল প্লে ষ্টোর থেকে  ড়িনিড়ী এ্যাপটি ডাউনলোড করতে পারবেন। 
১৭ অক্টোবর খুলনা নৌকা বাইচ উপলক্ষে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গ্রামীণফোনের খুলনা সার্কেল প্রধান মো: আওলাদ হোসেন, গ্রামীণফোনের খুলনা সার্কেল হেড অব মার্কেটিং আবুল হাসনাত, নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’র সভাপতি মোল্লা মারুফ রশীদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান রহিম এবং প্রধান উপদেষ্টা শেখ আশরাফ-উজ-জামান সহ অন্যান্যরা।
গ্রামীণফোনের খুলনা সার্কেল প্রধান মো: আওলাদ হোসেন বলেন, “গ্রামীণফোন সকলের ভালবাসার বিনিময়েই হয়ে উঠেছে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবাদাতা প্রতিষ্ঠান। আজকে গ্রামীণফোন সাত কোটিরও বেশি মানুষের পরিবার। তাদের অনুভুতি প্রকাশের অন্যতম মাধ্যম। আমরা আমাদের সেবার পরিধি আরও বৃদ্ধি করে যাচ্ছি। গ্রামীণফোন দেশের প্রথম অপারেটর যাকে সারা দেশের মানুষের প্রয়োজন মেটাতে ০১৭ নম্বর সিরিজের পাশাপাশি ০১৩ সিরিজের নম্বর বাজারে আনতে হয়েছে। এবং আমরা এতে অনেক অনুপ্রাণিত। আমাদের এই কোটি কোটি মানুষের পরিবার এমনি এমনি গড়ে ওঠেনি। আমরা সবসময়েই এ দেশের আনন্দ-বেদনার সাথে থেকেছি। আর সেই ধারাবাহিকতায় খুলনাবাসীদের একটি আনন্দঘন দিন উপহার দেয়ার জন্যই আমরা এই বাইচ প্রতিযোগিতার সহযোগী। তাদের ভালো লাগলেই আমাদের এই আয়োজন সফল হবে”। 
মোল্লা মারুফ রশীদ বলেন, “আমরা সবসময় এই খুলনা নৌকা বাইচকে সফল করে তুলতে চাই। সেই চেষ্টা পূরণে দেশের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি গ্রামীণফোনকে পাশে পাওয়াটা অনেক সহায়ক।এই নৌকা বাইচ সফল করে তুলতে খুলনা জন প্রশাসন সহ অন্যান্য সকলকে শন্যবাদ জানাই।“ 
নৌকা বাইচ সুষ্ঠুভাবে আয়োজনে ইতোমধ্যে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা জেলা প্রশাসন, খুলনা মেট্রোপলিটন পুলিশ, র‌্যাব, নৌ পুলিশ, বাংলাদেশ নৌ বাহিনী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বন বিভাগ, বাংলাদেশ কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপদ বিভাগ, বিদ্যুৎ বিভাগ, ট্রলার মালিক সমিতিসহ সকলের আন্তরিক সহযোগিতার বিষয়টি গ্রামীণফোন এবং নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র শ্রদ্ধাভরে উল্লেখ করে। নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র’র পক্ষ থেকে এর সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান রহিম বলেন, “সকলের ভালোবাসা, সহযোগিতা আর চেষ্টার ফলশ্রুতিতেই অনুষ্ঠিত হবে আমাদের খুলনাবাসীর এই সফল নৌকা বাইচ। সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা না পেলে আমরা খুলনাবাসীদের এই নৌকা বাইচ উপহার দিতে পারতাম না। অন্যদিকে এই আয়োজনে দেশের প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান গ্রামীণফোন আমাদের পাশে রয়েছে এটাও আমাদের জন্য অনুপ্রেরণার।”।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নৌকা বাইচ নির্বিঘ্নে পরিচালনার জন্য বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। নৌকা বাইচের দিন সকাল ১০ টা থেকে ১ নং কাস্টম ঘাট, নতুন বাজার লঞ্চ ঘাট ও রূপসা ফেরিঘাটে সকল যাত্রী পারাপার বন্ধ থাকবে। নিরাপত্তা রক্ষার্থে পুরো এলাকায় আইন রক্ষাকারী বাহিনী নিযুক্ত থাকবেন। এছাড়াও বিশেষ প্রয়োজনে মেডিকেল টীম ও ফায়ার সার্ভিস উপস্থিত থাকবেন। রূপসা ব্রীজে কোন গাড়ি পার্ক করা যাবে না।  ব্রীজে শুধুমাত্র মহিলা ও শিশুরা অবস্থান করতে পারবেন।  
অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে আজ সংবাদ সম্মেলনে নগর সামাজিক ও সাংস্কৃতিক কেন্দ্র এবং গ্রামীণফোন-এর পক্ষ থেকে খুলনার আপামর জনগণকে এই বাইচ প্রতিযোগিতা নদীর দু’পাড়ে উপস্থিত থেকে ধৈর্য ও সতর্কতার সাথে উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে