নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটের চুলকাঠি বাজারের অদুরে রূপসার ভাড়ায় মোটর সাইকেল চালক মো. হাসানকে গুলি করে হত্যা ও আরোহীদের টাকা ছিনতাই ঘটনায় জড়িত ৪ জনকে আটক করেছে র্যাব-৬। ১৫ ও ১৭ অক্টোবর পৃথক পৃথক অভিযান চালিয়ে এদের আটক করা হয়। আটককৃতরা হলো, কাইয়ুম হোসেন আকাশ(১৯), ইব্রাহিম হোসেন রাব্বি শেখ (১৯), আঃ হালিম শেখ (১৯), মোঃ কামরুজ্জামান সোহেল (২২)।
র্যাব জানায়, গত ১৫ অক্টোবর বিকেল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে লবনচরা থানাধীন রূপসা ব্রীজের নীচে দস্যুতা ও মার্ডারের সাথে সম্পৃক্ত ২ জন আসামী অবস্থান করছে। যারা বাগেরহাট জেলার সদর থানাধীন চুলকাঠি বাজারের সন্নিকটে গত ২১ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টায় মোটরসাইকেল চালক হাসানকে গুলি করে হত্যা করে তার গাড়িতে থাকা আরোহীদের টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এরুপ সংবাদের ভিত্তিতে র্যার-৬ এর একটি চৌকস আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার, মো. এনায়েত হোসেন মান্নান, (কমান্ডার, সিপিসি-স্পেশাল কোম্পানী) এবং সহকারী পুলিশ সুপার মো. আমিনুল কবীর তরফদার (স্কোয়াড কমান্ডার সিপিসি-স্পেশাল কোম্পানী) এর নেতৃত্বে ওই দিন বিকেল ৫টায় রূপসা ব্রীজের নীচে অভিযান চালিয়ে আসামী কাইয়ুম হোসেন ওরফে আকাশ ও ইব্রাহিম হোসেন ওরফে রাব্বি শেখকে আটক করে। আটক আকাশ বাগেরহাট সদর থানার কাড়াপাড়া গ্রামের শরিফুল ইসলামের পুত্র এবং রাব্বি মোড়েলগঞ্জ থানার গাজীরহাট গ্রামের সাহাবুদ্দিনের পুত্র। সে লবনচরা আছিয়া সী ফুড এর সন্নিকটে বসবাস করতো। র্যাবের জিজ্ঞাসাবাদে এরা চুলকাঠি বাজারের সন্নিকটে সংঘটিত দস্যুতা ও হাসানকে হত্যার ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। এমনকি তাদের পরিকল্পিত দস্যুতা, গুলি করে হত্যা ও দস্যুতার টাকা ভাগবাটোয়ারা করা এবং উক্ত ঘটনার সাথে সংশ্লিষ্ট অন্যান্য আসামীদের নাম ঠিকানা ও সম্পৃক্ততার সম্পর্কে গুরুত্বপূর্ন তথ্য দেয়। প্রাপ্ত তথ্যের প্রেক্ষিতে ১৭ অক্টোবর রাত দেড়টায় ফকিরহাটের মাসকাটা গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের মৃত ইসমাইল হোসেন এর পুত্র মো. কামরুজ্জামান সোহেল ও একই স্থান থেকে অপর সহযোগী শ্যামবাগাত গ্রামের আঃ সামাদ শেখ এর পুত্র আব্দুল হালিম শেখকে আটক করে। পরে এ দুইজনও ২১ অক্টোবরের দস্যুতা ও হত্যার ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার কথা তারা স্বীকার করে বলে র্যাব জানায়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরদিন ২২ সেপ্টেম্বর অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ৩৭, তারিখ-২২/০৯/১৮, ধারা-৩৯৪/৩০২ দঃবিঃ। ঘটনার সত্যতা যাচাই শেষে আসামীদের বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীর শেখ এর ছেলে হাসান (৩৫) প্রতিদিনের মত সকালে ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে বের হয়। রূপসা বাসস্টান্ড থেকে খুলনার খৈল-কুড়া ব্যবসায়ী প্রতিষ্ঠান এম দেওয়ান স্টোর এর ম্যানেজার প্রদিপ সাহা ও কর্মচারি রফিক তাদের পাওনা আদায়ের জন্য হাসানকে তার ডিসকভার মোটর সাইকেলসহ নিয়ে যায় রামপাল ও ফয়লা এলাকায়। দিনভর পাওনা আদায় শেষে রাতে ফেরার পথে চুলকাঠির নবাবপুর চালতেতলা এলাকায় পৌছালে দুটি মোটর সাইকেলে থাকা ৪/৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। আরোহীদের কথামত হাসান ছিনাইকারীদের সিগনাল অমান্য করে বিপদমুক্ত হওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা পিছন দিক থেকে গুলি বর্ষণ করতে থাকে। এসময় পর পর তিনটি গুলি পিছন দিক থেকে হাছানের ডান পাজড় ভেদ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় প্রদিপ (৪৫) ও রফিক (৩৮) । ঘটনার সাথে সাথে গুলির শব্দ শুনে আশ-পাশ এলাকার লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ প্রদীপ ও রফিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও হাসানের মৃত দেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
এ ঘটনায় নিহতের ছোট ভাই মনিরুল ইসলাম বাদী হয়ে ঘটনার পরদিন ২২ সেপ্টেম্বর অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে বাগেরহাট থানায় হত্যা মামলা দায়ের করে। যার মামলা নং- ৩৭, তারিখ-২২/০৯/১৮, ধারা-৩৯৪/৩০২ দঃবিঃ। ঘটনার সত্যতা যাচাই শেষে আসামীদের বাগেরহাট সদর থানায় সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ২১ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলার বাগমারা গ্রামের জাহাঙ্গীর শেখ এর ছেলে হাসান (৩৫) প্রতিদিনের মত সকালে ভাড়ায় চালিত মোটর সাইকেল নিয়ে বের হয়। রূপসা বাসস্টান্ড থেকে খুলনার খৈল-কুড়া ব্যবসায়ী প্রতিষ্ঠান এম দেওয়ান স্টোর এর ম্যানেজার প্রদিপ সাহা ও কর্মচারি রফিক তাদের পাওনা আদায়ের জন্য হাসানকে তার ডিসকভার মোটর সাইকেলসহ নিয়ে যায় রামপাল ও ফয়লা এলাকায়। দিনভর পাওনা আদায় শেষে রাতে ফেরার পথে চুলকাঠির নবাবপুর চালতেতলা এলাকায় পৌছালে দুটি মোটর সাইকেলে থাকা ৪/৫ জন ছিনতাইকারী তাদের গতিরোধ করে। আরোহীদের কথামত হাসান ছিনাইকারীদের সিগনাল অমান্য করে বিপদমুক্ত হওয়ার চেষ্টা করলে ছিনতাইকারীরা পিছন দিক থেকে গুলি বর্ষণ করতে থাকে। এসময় পর পর তিনটি গুলি পিছন দিক থেকে হাছানের ডান পাজড় ভেদ করলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয় প্রদিপ (৪৫) ও রফিক (৩৮) । ঘটনার সাথে সাথে গুলির শব্দ শুনে আশ-পাশ এলাকার লোকজন ও পুলিশ ঘটনাস্থলে পৌছে গুলিবিদ্ধ প্রদীপ ও রফিককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ও হাসানের মৃত দেহ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

No comments:
Post a Comment