Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Tuesday, October 16, 2018

সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা : ২ আসামির সাজা মৃত্যুদণ্ড থেকে যাবজ্জীবন

ঢাকা অফিস : সাংবাদিক ফরহাদ খাঁ দম্পতি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্টে। বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি এ এস এম আবদুল মবিনের সমন্বয়ে গঠিত বেঞ্চ আজ মঙ্গলবার এই রায় দেন।
ওই দুই আসামি হচ্ছেন, সাংবাদিক ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদ।
আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আবদুল মতিন খসরু ও মনসুরুল হক চৌধুরী। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. মনিরুজ্জামান রুবেল।
জানা যায়, ২০১১ সালের ২৮ জানুয়ারি রাজধানীর নয়াপল্টনে ভাড়া বাসায় খুন হন দৈনিক জনতার তৎকালীন জ্যেষ্ঠ সহসম্পাদক ফরহাদ খাঁ ও তার স্ত্রী রহিমা খাতুন। এ ঘটনায় ২০১২ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩-এ সাংবাদিক ফরহাদের ভাগ্নে নাজিমুজ্জামান ইয়ন ও তার বন্ধু রাজু আহমেদকে মৃত্যুদণ্ড দেন।
পরে নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করেন আসামিরা। এ ছাড়া মামলাটি ডেথরেফারেন্স হিসেবে হাইকোর্টে আসে। গত ১১ অক্টোবর ওই  ডেথ রেফারেন্স ও আপিলের শুনানি শেষ করে আজ রায়ের দিন ধার্য করেছিলেন। সে অনুযায়ী রায় ঘোষণা করা হয়।
0Shares

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে