Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, October 17, 2018

তেরখাদায় দুই ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষণা

তেরখাদা প্রতিনিধি : তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন ও মধুপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক সিব্বির আহমেদ সুশন ও সদস্য সচিব সাব্বির আহমেদ টগর এ কমিটির অনুমোদন দিয়ে স্বাক্ষর করেছেন। সদর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ হলেন আহবায়ক এস.এম. আলামিন, যুগ্ম আহবায়ক দ্বয় মইনুল ইসলাম পনি, মোঃ এনামুল শেখ, জসিম মোল্যা, মিশকাত সরদার, মোঃ সাজ্জাদুল ইসলাম, ফেরদৌস ফকির, রকিব হোসেন, মাসুদ শেখ, ইসমাইল হোসেন, ইয়ামিন চৌহদ্দী, আলআমিন শেখ, রমজান শিকদার, জাকারিয়া হুসাইন, মিল্লাত শেখ, বনি আমিন, তামিম শিকদার। সদস্যদ্বয় মিরাজ শেখ, জিহাদ শেখ, রাকিব ফকির, নাইম শিকদার, মাসুম শেখ, দিলকার সরদার, নাঈম মোল্যা, সাফায়েত শিকদার, সাদি শেখ, তাউজুল ইসলাম তাজ, মাসুম শেখ, রনি শিকদার, রাকিবুল খা, মাসুম মুসল্লী, আরমান মুসল্লী। মধুপুর ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ হলেন, আহবায়ক মোঃ আলী কদর, যুগ্ম আহবায়কদ্বয় মোঃ নাঈম ইসলাম, এস এম তাহসীন হাসান, মোঃ সালাউদ্দীন শেখ, মোঃ রাজন, মাহামুদ হাসান, সাদ্দাম মোল্যা, সরদার নুর মোহম্মাদ, মোঃ আকাশ মোল্যা, মোঃ আব্দুর রাজ্জাক মোল্যা, মোঃ ইব্রাহীম মোল্যা, মোঃ  মেহেদী মীর, মোঃ শাকিল মীর, আশরাফুল আলম সিব্বির, রবিউল মোল্যা, মোঃ নাঈম মোল্যা, মোঃ সজিব মুন্সী, মোঃ আকাশ শেখ, মোঃ মিলন মোল্যা, মোঃ রাকিব শিকদার, ফেরদৌস মোল্যা, সদস্য সচিব মোঃ সোহান শেখ, সদস্বদয় মোঃ টিপু, নবীর মোল্যা, মোঃ বাবু ফকির, কাজল মোল্যা, মোঃ শাফায়েত মোল্যা, মহব্বত মোল্যা, মোঃ আশিক, মোঃ মিরাজ, মোঃ রাসেল মোল্যা, মোঃ আকাশ মল্লিক, আবুজার মীর, মোঃ হামিম ফকির, মোঃ রিয়াজ শেখ, মোঃ জাহাঙ্গীর ফকির, তৌশিক শেখ, মোঃ তারলেত শেখ, মোঃ ইমামুল। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে