Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, October 19, 2018

খুলনায় রেলের তেল চুরি ঘটনায় তিন নিরাপত্তাকর্মীসহ ৬ জনের বিরুদ্ধে র‌্যাবের মামলা

নিজস্ব প্রতিবেদক : খুলনা রেলস্টেশনে রেলের তেল ও মবিল চুরি করে বিক্রির অভিযোগে র‌্যাব আটক দুইজনসহ আরো ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেছে। পলাতক এ ৪ আসামীর মধ্যে ৩ জন রেলস্টেনের নিরাপত্তাকর্মী ও একজন ক্রেতা রয়েছেন। এরা হলেন মাহমুদ (৩০), শরীফুল (২৮), মহিউদ্দিন (৫০) ও মেসার্স তিন্নি এন্টারপ্রাইজ এর স্বত্তাধীকারী মো, আশরাফ (৪৫) । র‌্যাবের অভিযানে জব্দকৃত রেলের ২৪৫ লিটার চোরাই ডিজেল ও ১২০ লিটার মবিলসহ আটক ২জনকে খুলনা সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটক ২ জন হলেন, মো, ছিদ্দিক হাওলাদার (২৭) ও মো. সজল হাওলাদার (২৬)।
র‌্যাব ১৯ অক্টোবর সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়,  র‌্যাব তার প্রতিষ্ঠা লগ্ন থেকেই সমাজে বিশৃংখলা সৃষ্টিকারী, জলদস্যু, অস্ত্র ব্যবসায়ী, ডাকাত, কালোবাজারী, মানব পাচারকারী, মাদক ব্যবসায়ী, জঙ্গী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে কতিপয় চোরচক্রের সদস্য খুলনা রেলষ্টেশনে রেলের সরকারি ডিজেল ও মবিল অবৈধভাবে চুরি করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ এর একটি আভিযানিক দল সিপিসি-স্পেশাল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার, মো. এনায়েত হোসেন মান্নান এবং সিপিসি-স্পেশাল কোম্পানী’র স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে ১০.৩৫ টায় রেল স্টেশনে অভিযান চালায়। অভিযানে র‌্যাব সদস্যরা ৫ নং ঘাট বস্তির মো. ইদ্রিস আলী হাওলাদারের পুত্র মো. ছিদ্দিক হাওলাদার ও মৃত-মতলেব আলী হাওলাদারের পুত্র মো. সজল হাওলাদারকে আটক করে। এসময় তাদের দেখানো মতে সাতটি প্লাস্টিকের কন্টেইনার যার প্রতিটিতে ৩৫ লিটার করে ২৪৫ লিটার চোরাই ডিজেল, এবং ছয়টি প্লাস্টিকের মবিলের কন্টেইনার যার প্রতিটিতে ২০ লিটার করে ১২০ লিটার চোরাই মবিল, ১৫ টি প্লাস্টিকের খালি কন্টেইনার, ১১০ ফুট প্লাস্টিকের পাইপ ও ০৮ ফুট লম্বা একটি কাঠের তৈরি মই উদ্বার করে। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা রেলের মবিল ও ডিজেল চুরির সাথে সংশ্লিষ্ট অন্য পলাতক আসামীদের নাম জানায় বলে র‌্যাব দাবি করেছে। 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে