নিজস্ব প্রতিবেদক : পশ্চিম সুন্দবনের সাতক্ষীরা রেঞ্জের চুনকুড়ি খাল এলাকায় কোস্ট গার্ডের সাথে বনদস্যুদের বন্দুকযুদ্ধে অস্ত্র ও গুলিসহ বনদস্যু কর্তৃক অপহণকৃত জেলে উদ্ধার করেছে কোস্ট গার্ড। ২৪ অনুমানিক বিকেল ৩ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলে অপহরণের সংবাদ পেয়ে কোস্ট গার্ডের কৈখালী স্টেশনের সদস্যরা উক্ত স্থানে পৌঁছালে বনদস্যুদের সাথে বন্দুক যুদ্ধ হয়। গোলাগুলির এক পর্যায়ে ডাকাত দল গভীর জঙ্গলে পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে একজন অপহরণকৃত জেলে উদ্ধার করা হয়। এছাড়াও উক্ত স্থান থেকে ৪ টি দেশী তৈরী একনালা বন্দুক এবং ডাকাতদের ব্যাহৃত একটি কাঠের বোট জব্দ করা হয়। উদ্ধারকৃত জেলের নাম মো. রুহুল আমিন মোড়ল। সে শ্যামনগর থানার চুনকুড়ি গ্রামের মোঃ জাকের মোড়ল এর পুত্র। উদ্ধারকৃত জেলেকে স্থানীয় ৭ নং ইউপি মে¤¦¡্র মোঃ ইব¡ষ¦স এর নিকট হস্তান্তর করা হয়েছে।
Wednesday, October 24, 2018
সুন্দরবনে কোস্টগার্ডের বন্দুকযুদ্ধ : অস্ত্র, গুলি ও অপহৃত জেলে উদ্ধার
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
Responsive Ads Here
No comments:
Post a Comment