Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Monday, October 15, 2018

গাজীপুরে ট্রাকের নিচে চাপা পড়ে চালক নিহত

ঢাকা অফিস : গাজীপুরের শ্রীপুর উপজেলার বেড়াইদেরচালা এলাকায় একটি কারখানার ভেতর ট্রাকের নিচে চাপা পড়ে কমল চন্দ্র দাস (৩০) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (১৫ অক্টোবর) দুপুরে ওই এলাকায় ডিজাইনট্রেক্স নামক একটি কারখানার ভেতর এ ঘটনা ঘটে। কমল মযমনসিংহের মুক্তাগাছা থানার রাজপুর এলাকার বীরেন চন্দ্র দাসের ছেলে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সিরাজ-উদ-দৌল্লাহ জানান, দুপুরে বেড়াইদেরচালা এলাকায় ডিজাইনট্রেক্স কারখানা থেকে ঝুট আনতে ট্রাক চালক কমল ট্রাক নিয়ে ওই কারখানায় যান। একপর্যায়ে ট্রাকটি কারখানার ভেতরে বিকল হয়ে যায়। পরে জগ লাগিয়ে ট্রাকটি উঁচু করে তিনি ট্রাকের নিচে যান। এ সময় পাশ থেকে সিমেন্ট মিক্স করা একটি গাড়ি ওই ট্রাককে ধাক্কা দেয়। এতে ট্রাকের নিচ থেকে জগ সরে গেলে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সিমেন্ট মিক্স করা গাড়ি ও চালককে আটক করে। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে শ্রীপুর থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে