Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Thursday, October 18, 2018

গুলশানে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

ঢাকা অফিস :  গুলশানে বাসের ধাক্কায় আতিকুল ইসলাম (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে।বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। তবে ঘাতক বাসটি আটক করতে পারেনি পুলিশ।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই বাচ্চু মিয়া গণমাধ্যমকে জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই আমানউল্লাহ জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নর্দা এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদ্রাসায় নুরানী বিভাগে পড়তো আতিকুল। তারা মাদ্রাসা থেকে ১০ থেকে ১২ জন ছাত্র ছুটিতে একসঙ্গে বাড়ি যাচ্ছিল। নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। প্রথমে তাকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। আতিকুল ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে। লাশ গ্রামের বাড়িতে দাফন করা হবে।


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে