
১৯ অক্টোব) সকাল ৯টার দিকে শহরের পুরাতন জেলরোড এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। সীমা সদর উপজেলার ঘাটিয়ার গ্রামের প্রবাসী মনির মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সীমাকে গত ১৬ অক্টোবর পরিবারের লোকজন বাচ্চা প্রসব করানোর জন্য শহরের লাইফ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তারপর তার একটি ছেলে হয়। তিনদিন ধরে মা-ছেলের চিকিৎসা চলছিল এ হাসপাতালে। শুক্রবার সকালে সীমার মা রেহেনা বেগম হাসপাতালের রুম থেকে নাস্তা আনার জন্য নিচে বের হন। এ সুযোগে সীমা ছেলেকে নিয়ে হাসপাতালের ছাদে উঠে প্রথমে ছেলেকে ফেলে দেন এবং পরে নিজেও লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে, একটি সূত্র জানায়, হাসপাতালের বিল পরিশোধের বিষয়টি নিয়ে সীমা অনেক মানসিক চাপের মধ্যে ছিলেন।
No comments:
Post a Comment