Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, October 19, 2018

ছাদ থেকে শিশুপুত্রকে ফেলে হত্যার পর মায়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালের ছয় তলার ছাদ থেকে ফেলে নিজের নবজাতক ছেলেকে হত্যার পর সীমা আক্তার (২৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন।
১৯ অক্টোব) সকাল ৯টার দিকে শহরের পুরাতন জেলরোড এলাকার লাইফ কেয়ার হাসপাতালে এ দুর্ঘটনা ঘটে। সীমা সদর উপজেলার ঘাটিয়ার গ্রামের প্রবাসী মনির মিয়ার স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, সীমাকে গত ১৬ অক্টোবর পরিবারের লোকজন বাচ্চা প্রসব করানোর জন্য শহরের লাইফ কেয়ার নামে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। তারপর তার একটি ছেলে হয়। তিনদিন ধরে মা-ছেলের চিকিৎসা চলছিল এ হাসপাতালে। শুক্রবার সকালে সীমার মা রেহেনা বেগম হাসপাতালের রুম থেকে নাস্তা আনার জন্য নিচে বের হন। এ সুযোগে সীমা ছেলেকে নিয়ে হাসপাতালের ছাদে উঠে প্রথমে ছেলেকে ফেলে দেন এবং পরে নিজেও লাফিয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। 

ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের উপ-পরিদর্শক সেলিম হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে, একটি সূত্র জানায়, হাসপাতালের বিল পরিশোধের বিষয়টি নিয়ে সীমা অনেক মানসিক চাপের মধ্যে ছিলেন।  

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে