নিজস্ব প্রতিবেদক : আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে খুলনা-৪(রূপসা, তেরখাদা ও দিঘলিয়া) আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে মঙ্গলবার মতবিনিময় করেন শেখ হেলাল উদ্দিন এমপি। তিনি নৌকার প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, নৌকার বিজয় নিশ্চিত। কারণ মানুষ উন্নয়নের পক্ষে।
খুলনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর প্রধান নির্বাচনী এজেন্ট খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভপতি এম এম মুজিবর রহমানের সভাপতিত্বে তিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকবৃন্দ এবং উক্ত আসনে বসবাসকারী জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ অঙ্গিকার করেন তাদের মধ্যে যদি অতীতে কোন ভেদাভেদ থেকে থাকে তবে সেগুলো দূর করে নৌকার প্রার্থী আব্দুস সালাম মূর্শেদীর বিজয় সুনিশ্চিত করা হবে।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এস এম কামাল হোসেন, এ্যাড. কাজি বাদশা মিয়া, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, শেখ শহিদুল ইসলাম, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, খান নজরুল ইসলাম, কামাল উদ্দিন বাদশা, এম ওহিদুল ইসলাম, মোল্লা আকরাম হোসেন, সরদার আবুল কাসেম ডাবলু, কেএম আলমগীর হোসেন, ফ. ম. আব্দুস সালাম, হোসনে আরা চম্পা, মোঃ মোতালেব হোসেন, ছাত্রলীগের খুলনা জেলা সভাপতি পারভেজ হাওলাদার প্রমুখ। খুলনার এক নং কাস্টমঘাটস্থ সালাম মূর্শেদীর নির্বাচনী অফিসে এ সভাটি অনুষ্ঠিত হয়।
No comments:
Post a Comment