Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Friday, November 2, 2018

রাজাকারের তালিকায় আ. লীগ সভাপতি

বিশেষ প্রতিবেদক : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৯ নম্বর ধারা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারেক (৭০)। দীর্ঘসময় ধরে তিনি আছেন এ পদে। তবে আওয়ামী লীগের এই প্রভাবশালী নেতার নাম আছে রাজাকারের তালিকায়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভ থাকলেও রহস্যজনক কারণে তারা নীরব।

এদিকে বিষয়টি স্বীকারও করেছেন আব্দুল বারেক। তিনি বলেছেন, ‘১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্পর্ক থাকলেও আমি বাংলাদেশের পক্ষে ছিলাম।’

জানা যায়, আব্দুল বারেক এলাকার প্রয়াত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রমোদ মানকিনের সমর্থন নিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে ঢুকে পড়েন। সর্বশেষ ২০১৪ সালে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত হন আব্দুল বারেক। এর আগেও তিনি এ পদে ছিলেন।

স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্রে জানা গেছে, বর্তমান সরকারের আগের মেয়াদে উপজেলাভিত্তিক রাজাকারদের তালিকা তৈরি করে মুক্তিযোদ্ধা সংসদ। সেই তালিকাতে আব্দুল বারেকের নাম আছে।

রাজাকারের তালিকায় আব্দুল বারেকের নাম থাকার বিষয়টি নিশ্চিত করেছেন হালুয়াঘাট উপজেলার বীর মুক্তিযোদ্ধা এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি আমান উল্লাহ।

হালুয়াঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রমোদ মানকিনের মৃত্যুর পর বর্তমানে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে আছেন বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ। তিনি এ ব্যাপারে বলেন, ‘অনেক আগের ঘটনা এটি। বর্তমানে দলের কোনো কমিটি ভেঙে দেয়ার সুযোগ নেই। তবে সামনে কমিটি হলে আব্দুল বারেককে বাদ দেয়া হবে।’

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে