বিজ্ঞপ্তি : ফিস ফার্ম ওনার্স এসোসিয়েশন, বাংলাদেশ (ফোয়াব) সদস্য এস এম মনিরুল ইসলাম (মনির) এর ১ম মৃত্যু বার্ষিকীতে সোমবার বাদ আসর ফোয়াব খুলনা আঞ্চলিক কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ও মিলাদ মাহফিল পরিচালনা করেন হাফেজ খাইরুল আনাম।
স্মরণ সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোয়াব কেন্দ্রিয় কমিটির সভাপতি,মোল্লা সামছুর রহমান (শাহীন) অন্যান্যদের উপস্থিত ছিলেন ওয়াজেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শাকিল হোসেন, ফোয়াব কেন্দ্রীয় অর্থ সম্পাদক মোঃ নাসির হোসেন, সৈয়দ জুলফাতইলাহ (আগা), লষ্কর মনিরুজ্জামান, শাখায়াত হোসেন শাওন, ফোয়াব খুলনা আঞ্চলিক কমিটির আহবায়ক লষ্কর ওবাইদুর রহমান, সদস্য সচিব কানাই মন্ডল, তপক মন্ডল (তপু), সোরাপ সানা, এস.এম নজরুল ইসলাম (মাছুম), মোয়াজ্জেম হোসেন, বাহাদুর শেখ,বাদশা মোল্লা, আরও উপস্থিত ছিলেন দৈনিক আমার একুশের সম্পাদক ও বাংলা ভিশনের ব্যুরো প্রধান আতিয়ার পারভেজ, খুলনা পোল্টি ফিস ফিড মালিক সমিতির মহাসচিব এস এম সোয়ারাপ হোসেন, খুলনা পোল্টি ফিস ফিড দোকান মালিক সমিতির সভাপতি কাজী মোঃ নুরুল ইসলাম, বিশিষ্ট্য কাঁকড়া রপ্তানিকারক ওহেদুজামান লাবু, সাবেক ছাত্র নেতা মোস্তাফিজুর রহমান সেলিম, দাতা সংস্থা উইনরক, ওয়ার্ল্ড ফিস, বিভিন্ন স্টেক হোল্ডারের প্রতিনিধিরা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ আরও অনেকে।
No comments:
Post a Comment