Channel Atv

সময়ের সাথে এগিয়ে চলে সাহসের সাথে কথা বলে

আসুন নিজেকে বদলায়। প্রতিদিন একটি ভালো কাজ করি। সুন্দর জীবন ও সমাজ গড়ি। নতুন সকাল

Breaking

Wednesday, October 17, 2018

ইলেকট্রিক কার: এক চার্জে চলবে ২৫৮ মাইল

সিএটিভি রিপোর্ট :  বাজারে এই প্রথম ইলেকট্রিক গাড়ি এনেছে দক্ষিণ কোরিয়ান অটোমোবাইল জায়ান্ট হুন্দাই। এটির মডেল ‘হুন্দাই কণা’। গাড়িটিরে বিশেষত্ব হলো এটি একবার চার্জ দিলে ২৫৮ মাইল অনায়াসে যেতে পারবে।

প্রযুক্তি বিষয়ক সাইট এনগ্যাজেটের বরাতে জানা যায়, এটি বাজারে সবচেয়ে ছোটো এসইউবি কার। হুন্দাই কোম্পানি অন্যন্য ইলেকট্রিক কার কোম্পানির থেকে একটু একধাপ এগিয়ে চিন্তা করেছে কারণ তারা যেটি তৈরি করেছে সেটি আকারে ছোটো। মাইলেজ বেশি।

হুন্দাই কোম্পানি বলছে, তাদের এই নতুন গাড়িটি ছয়টি রং দিয়ে তৈরি করা হয়েছে। যার মধ্যে দুটি টি থাকবে এক্সক্লুসিভ। কিন্তু গাড়িটি এসইউভি হওয়া সত্বেও আকারে ছোট। কারণ ভিতরের জায়গা নিয়ে কিছুটা সমস্যায় পড়তে হবে ব্যবহারকারীকে।

এটির মূল্য এখনো নির্ধারণ করা হয়নি তবে জানা যায় এটির মূল্য অন্যান্য ইলেকট্রিক গাড়ির তুলনায় অনেক কম হবে। গাড়িটি ড্যাশবোর্ড অনেক নিপুণতার সাথে ডিজাইন করা হয়েছে এবং এটি ব্যবহার করা খুব সহজ। গাড়ির বডিতে কিছু অংশে শক্ত প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। গাড়িতে ১.৬ লিটার টার্বোচার্জ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। গাড়ির ট্রান্সমিশন সিস্টেম অনেক দুর্দান্ত। শুধু তাই নয় এই গাড়িতে অটোমেটিক ব্রেকিং সিস্টেম সংযুক্ত করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here

আজকের ভোরের ডাক পড়ুন এখানে